জেনিফ, নান্দাইল প্রতিনিধি
ময়মনসিংহ নান্দাইল উপজেলা উওর রসুলপুর
গ্রাম উন্নয়ন কমিটির মাধ্যমে ওয়ার্ল্ড ভিশন এপি
শীতার্ত দুস্থ শিশুদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে। মঙ্গলবার বেলা ২টা দিকে ১১৩ জন্য শীতার্ত শিশুদের হাতে এ কম্বল তুলে দেয়া হয়।
এসময় টুথ পেস্ট খাতা কলমও বিতরণ করা হয়।
ওয়ার্ল্ড ভিশন গ্রাম উন্নয়নের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি জনাব মোঃ শামছুল হাসান সাগর, সহ সভাপতি মিজানুর রহমান খোকন, সদস্য শহিদুল্লাহ, তফন সহ আরো অনেকে।
ওয়ার্ল্ড ভিশন রসুলপুর গ্রাম উন্নয়নের কমিটির সভাপতি শামছুল হাসান সাগর বলেছেন আমাদের এই সংস্থা অসহায় মানুষ ও দুস্ত শিশুদের পাশে দাঁড়াচ্ছে। প্রতি বছর শীতার্ত অসহায় মানুষ ও দুস্ত শিশুদের জন্য গরম কাপড় বা কম্বল বিতরণ করে আসছি। আল্লাহ্ যেন আমাদের আরো বড় পরিসরে মানুষের সেবা করার তৌফিক দান করেন। সমাজের সকলের কাছে অনুরোধ জানিয়ে তিনি বলেন, আপনার একটু সহযোগীতায় একজন মানুষের উপকারে আসবে । তাই যতোটুকু সম্ভব শীতার্ত দুস্ত শিশু ও অসহায় মানুষের পাশে দাঁড়ান।