রিপোর্টার: ইমরান হোসন
এক এক করে তুলে এক মিনিটে ২৭টি ভাত খেয়ে গিনেস রেকর্ডে নাম লিখিয়েছেন বরিশালের মেয়ে নুসরাত জাহান নিপা।
নিপা ২০২২ সালের সেপ্টেম্বর মাসে কাঠি দিয়ে ভাত খাওয়ার রেকর্ড গড়লেও গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ ২০২৩ সালের ডিসেম্বরে তাকে সার্টিফিকেট দেয়।
এর আগে ২০২১ সালে এক মিনিটে ৭১টি কয়েনের টাওয়ার তৈরি করে প্রথম গিনেস রেকর্ডে নাম লিখিয়েছিলেন তিনি।
বরিশাল নগরীর কলেজ রোড এলাকার বাসিন্দা নুসরাত জাহান নিপা এ আর এস স্কুল থেকে মাধ্যমিক ও সরকারি মহিলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। তিনি সরকারি ব্রজমোহন কলেজ থেকে রসায়নে অনার্স ও মাস্টার্স করেন।
বর্তমানে তিনি বরিশাল নগরীর একটি ফ্রিল্যান্সিং কোম্পানির উদ্যোক্তা প্রশিক্ষণ প্রতিষ্ঠানে ইংরেজি ভাষার মেন্টর হিসেবে কাজ করছেন।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss