ময়মনসিংহ স্টাফ রিপোর্টার: শেখ আলী হোসেন রনি
(২৩)নভেম্বর বিকেল ৫টায় ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) মোঃ সোহরাব আলী সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন কালিবাড়ী সাকিনস্থ মহারাজা রোডের উত্তর মাথায় পাকা রাস্তার উপর হইতে ২৩জানুয়ারি ২০২৪ খ্রিঃ তারিখ৫ ঘটিকায় ২৮ গ্রাম হেরোইনসহ মাদকাসক্ত ছিনতাইকারী ১। শাহ আলম রুমান (৩৫), পিতা- সাইদুল হক ওরফে খোকন, মাতা-রহিমা খাতুন, সাং- পুরোহিত পাড়া (পুরোহিতপাড়া ৩৬/ই রেলওয়ে কলোনী), ২। মোঃ প্রান্ত সরকার (আল আমিন) (২৪), পিতা-হানিফ, মাতা-পারভীন, সাং-গাঙিনারপাড় শিববাড়ী, ৩। মোবারক হোসেন অন্তর (২৮), পিতা-মোঃ শহিদুল ইসলাম, মাতা-মলি ইসলাম, সাং-ইটাখলা রেল ক্রসিং, কাচিঝুলি, ৪ । মোঃ খোরশেদ আলম (২৫), পিতা- মৃত মোসলেম উদ্দিন ওরফে গামা, মাতা-অজুপা খাতুন, সাং-মালগুদাম, ৫। তারিকুল হাসান তারেক (২৯), পিতা- কামাল উদ্দিন , মাতা-শহিদা খাতুন, সাং- দক্ষিণ সেহড়া (২০ সেওড়া, চামড়া গুদাম) , সর্ব থানা-কোতোয়ালী মডেল, জেলা–ময়মনসিংহদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন যাবৎ মাদক কারবারিরসহ শহরে ছিনতাই এর সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে
উদ্ধারকৃত ২৮ গ্রাম হেরোইন উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ০৫ জন আসামীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss