ময়মনসিংহ জেলার ইতিহাস স্টাফ রিপোর্টার:মো:রেজাউল করিম।
ময়মনসিংহ জেলার নাম নিয়ে ভিন্ন ভিন্ন মত প্রচলিত আছে। ষোড়শ শতাব্দীতে বাংলার স্বাধীন সুলতান সৈয়দ আলাউদ্দিন হোসেন শাহ তাঁর পুত্র সিয়াম নাসির উদ্দীন নসরত শাহর জন্য এ অঞ্চলে একটি নতুন রাজ্য প্রতিষ্টা করে ছিলেন। সেই থেকে নসরত শাহীর জন্য নাসিরাবাদ নামের সৃষ্টি। মুসলিম যুগের উৎস হিসেবে নাসিরাবাদ।নাম আজও শিক্ষা প্রতিষ্টা ছাড়া ময়মনসিংহ জেলার পরিচিত অন্য কোথাও নাসিরাবাদ কথাটি উল্লেখ করা হয় না। ১৭৭৯ সালের প্রকাসিত রেনেল এর ম্যাপে মোমেসিং নামটি ময়মনসিংহ অঞ্চলকেই নির্দেশ করে।তার আগে আইন-ই- আকবরীতে মিহমান শাহী এবং ময়মনসিংহ সরকার বাজুহার পরগনা হিসেবে লিখিত আছে। যা বর্তমান ময়মনসিংহ কেই ধরা হয়। ময়মনসিংহ এর বিখ্যাত খাবার হলো : মুক্তারগদার মনন্ডা। আর বিখ্যাত স্থান হলো : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, আলেক জান্ডার ক্যাসেল, জয়নুল আবেদীন সংগ্রহ শালা,সার্কিট হাউজ, সিলভার প্যালেস, পিনিক পার্ক, সহ আরো অনেক স্থান রয়েছে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss