স্টাফ রিপোর্টার: মো: রেজাউল করিম। ধামরাই এ শীতের প্রভাব বেশি কিছু দিন ধরেই শীত যেন পিছু ছাড়ছে না ধামরাই এর ৬ নং মলয়ঘাট এর মানুষের। সারাদিন জমে থাকে ঘন কুয়াশা আর প্রচন্ড শীত ডেকে থাকে পুরো এলাকা জুরে। ভোর ৫ টা থেকে রাস্তায় যানবাহন দেখা যায় নি শীতের কারনে। দুপুরের দিকে কিছু গাড়ি চলাচল করলেও বিকালের দিকে একেবারে কম দেখা যায় যানবাহন। সাধারণ মানুষের কাছে শীতের প্রভাব বেশি থাকার কারনে ঘর থেকে বের হতে পারছে না তাঁরা। ধামরাই এ শীতের প্রভাব কেমন জানতে চায়লে দোকানিরা বলেন বেশি শীতের কারনে আমাদের বেচা কেনা হচ্ছে না বেশি। তারা আরো জানান এ রকম যুদি আরো ৪-৫ দিন ধরে শীত ও ঘন কুয়াশা থাকলে তাদের অনেক লুকসান হবে বলে জানান তাঁরা। খেটে খাওয়া মানুষ জন না খেয়ে মারা যাবে, প্রচন্ড ঠান্ডা ও শীত থাকলে জানান শ্রম জীবি মানুষ।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss