এম.শাহাবুদ্দিন (দুর্গাপুর) রাজশাহী
রাজশাহী দুর্গাপুরে অসহায় ও দুস্থদের মধ্যে দুম্বার মাংস ও শীতবস্ত্র বিভিন্ন আশ্রায়ণ প্রকল্পে , এতিমখানায় বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৩জানুয়ারি) বিকালে দুম্বার মাংস উপজেলা পর্যায়ে পৌছানোর পর বিভিন্ন আশ্রায়ণ প্রকল্পে এতিমখানায় ওই মাংস পৌছে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল করিম।
উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, জেলা থেকে উপজেলা পর্যায়ে ১৯ কার্টন মাংস বরাদ্দ দেওয়া হয়। মঙ্গলবার বিকালে বরাদ্দ পাওয়া মাংস উপজেলা পরিষদে আসে। প্রতিটি কার্টনে প্রায় ৩০ কেজি করে মাংস রয়েছে। দুম্বার মাংসগুলো প্রশাসনের তত্ত্বাবধানে বিভিন্ন আশ্রায়ণ প্রকল্প ও এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মাহাবুবা আক্তার বলেন, দরিদ্র ও দুস্থদের মধ্যে বিতরণের জন্য প্রতিবছর বাংলাদেশে দুম্বার মাংস পাঠায় সৌদি সরকার। তালিকা অনুযায়ী দুম্বার মাংস দুস্থ,আশ্রায়ণ প্রকল্প এতিমখানা ও মাদ্রাসায় বিতরণের নির্দেশ দেওয়া আছে। সেই অনুযায়ী উপজেলায় সরকারি আশ্রায়ণ প্রকল্প, এতিমখানা ও মাদ্রাসায় এ মাংস বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কমকর্তা আব্দুল করিম বলেন, নির্দেশনা অনুযায়ী প্রাপ্ত দুম্বার মাংস উপজেলার বিভিন্ন আশ্রায়ণ প্রকল্পে, দুস্থ ও এতিমদের মাঝে বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা দারিদ্র্য বিমোচন কমকর্তা নজরুল ইসলাম, আনসার ভিডিপি কর্মকর্তা সেলিনা খানক প্রমূখ।