রিপোর্টার : ইমরান হোসেন
১। ২২ জানুয়ারি ২০২৪ তারিখ সময় রাত্রী ২২.৩০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানাধীন চন্দনা ঈদগাহ মাঠ নামক এলাকায় অপারেশন পরিচালনা করে ওয়ান শুটারগান-০৪টি উদ্ধার করে।
২। ঘটনার বিবরণে প্রকাশ ঃ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানাধীন নাচোল টু গোমস্তাপুরগামী পাঁকা রাস্তা হতে অনুমান ১০০ গজ উত্তর দিকে চন্দনা (ঈদগাহ মাঠ) গ্রামস্থ জনৈক শামীম (৪০), পিতা-তারা, সাং-জোড়পুকুর, থানা-নাচোল, জেলা-চাঁপাইনবাবগঞ্জ এর সরিষা ক্ষেতের পূর্ব দিকে ০১ টি হলুদ রংয়ের শপিং ব্যাগের ভিতর অবৈধ মাদকদ্রব্য পরিত্যক্ত অবস্থায় আছে। পরবর্তীতে র্যাবের টিম উক্ত ঘটনাস্থলে পৌছে উক্ত শপিং ব্যাগের ভিতরে থাকা ০৪ টি ওয়ান শুটারগান উদ্ধার করে।
উপরোক্ত অবৈধ ওয়ান শুটারগান চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss