ইমরান হোসেন, মেহেরপুর প্রতিনিধি।
মেহেরপুরে ২ কেজি গাঁজাসহ এক জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
সোমবার ২২ জানুয়ারি সকাল ভোর সাড়ে ৫টার সময় মেহেরপুর – চুয়াডাঙ্গা সড়কের আমকুপি কারিকর পাড়া শরিফ উদ্দিন যুলুর নাঈম কফি হাউজের সামনে খোসবার মন্ডল (৫২) নামের এক ব্যাক্তিকে আটক করা হয়।
আটককৃত হলো গাংনী উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মৃত দেলবার মন্ডলের ছেলে।
ডিবি সুত্রে প্রকাশ, পুলিশ পরিদর্শক রত্নেশ্বর কুমার মন্ডল ও এস আই নূর মোহাম্মদ এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে গোল্ডেন লাইন পরিবহনে অভিযান পরিচালনা কালে গাঁজাসহ পালানোর সময় পাচারকারি খোসবার মন্ডলকে আটক করতে সক্ষম হয়।
এ সময় তার নিকট থেকে জলপাই রং এর চটের শপিং ব্যাগে বাঁশপাতা কাগজে কচটেপ দিয়ে মোড়ানো ২কেজি গাঁজা, ১টি নোকিয়া বাটন ফোন উদ্ধার করা হয়।
আটককৃত খোসবার মন্ডলকে মামলা দায়ের পূর্বক জেল হাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে।