রেজাউল করিম : স্টাফ রিপোর্টার।
সৃরত সংস্কৃত মানিক্য শব্দ থেকে মানিক শব্দটি এসেছে। মানিক হচ্ছে চুনি পাদ্ধ রাগ। গঞ্জ শব্দটি ফরাসী, মানিকগঞ্জের নামের ঝৎপাওি ইতিহাস আজও সবার অজানা। অষ্টাদশ শতকের প্রথম দিকে সুফি দরবেশ মানিক শাহ সিংগাইর উপজেলার মানিক নগরে আসেন ও খানকা প্রতিষ্টা করে ইসলাম ধর্ম প্রচার করেন। আবার কারো মতে,নবাব সিরাজ উদ দৌলার বিশ্বাস ঘাতক মানিক চাঁদের প্রতি কৃতজ্ঞতা স্বরুপ তার নাম অনুসারে ১৮৪৫ সালের মে মাসে মানিকগঞ্জ নাম করন হয়। মানিকগঞ্জ নাম করন সম্পর্কীত উল্লেখ্য তিনটি পৃথক স্থানীয় জনশ্রুতি অনুমান নির্ভর। এর কোনো ইতিহাস ভিওি পাওয়া যায় নি। তবে মানিক শাহের নাম অনুসারে মানিকগঞ্জ মহকুমার নাম করণ সম্পর্কীত জনশ্রুতি ঘঠনা প্রবাহ থেকে যে চিত্র পাওয়া যায় তাই সঠিক বলে জানায় সবাই। বিখ্যাত খাবার হলো ; খেজুর গুড়, বিখ্যাত স্থান হলো : আরিচা ঘাট, বালিয়াটি জমিদার বাড়ি, তেওতা জমিদার বাড়ি সহ আরো অনেক স্থান রয়েছে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss