স্টাফ রিপোর্টার: মো: রেজাউল করিম:
পাকুটিয়া জমিদার বাড়ির অজানা ইতিহাস। টাংগাইল সদর থেকে ৪০কিমি দক্ষিণে নাগরপুর উপজেলায় পাকুটিয়া জমিদার বাড়ী অবস্থিত।
ইতিহাস :ইংরেজ আমলের শেষ দিকে পাকিস্তান আমলের দীর্ঘ সময় পর্যন্ত তৎকালীন ব্রিটিশ রাজাধানী কলকাতার সাথে মিল ছিল এবং যাত্রীবাহী স্টিমার সার্ভিস চালু ছিল। এক পর্যায়ে নাগরপুরের সাথে কলকাতার একটি বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক গড়ে উঠে ছিল। পরবর্তীতে পশ্চিম বঙ্গ কলকাতা থেকে চলে আসেন রামকৃষ্ণ সাহা মন্ডল (ধনাঢ্য ব্যক্তি)।ঊনবিংশ শতাব্দীর শুরুতে পাকুটিয়ায় জমিদারী শুরু করেন তিনি। প্রায় ১৫ একর এলাকা জুড়ে জমিদার বাড়ি অট্টালিকা নির্মাণ করা হয় (১৯১৫) সালে। তখন জমিদার বাড়িটি তিন তরফ নামে পরিচিত ছিল। এবং এই স্থান এর জমিদাররা তাদের প্রজাদের বাড়ির সামনা দি পায়ে জুতা বা ছাতা মাথাই দিয়ে যাইতে দিতো না।