মো: রেজাউল করিম-:
টাংগাইল নামকরণ নিয়ে নানা মতামত। ১৭৭৮ খ্রিস্টাব্দে প্রকাশিত রেনেল তার মানচিত্রে এ সম্পূর্ণ অঞ্চল কেই আটিয়া বলে দেখিয়েন।১৮৬৬ খ্রিস্টাব্দের আগে টাংগাইল নামে কোনো নাম ছিল না।টাংগাইল নাম করণ টি পরিচিত লাভ করে ১৫ নভেম্বর১৮৭০ খ্রিস্টাব্দে মহুকুমা সদর দপ্তর আটিয়া থেকে টাংগাইল স্হানান্তর করা হয়। টাংগাইল ইতিহাস প্রণেতা খন্দকার আব্দুর রহিম এর মতে, ইংরেজ আমলে এদেশের লোকেরা উচ্চু শব্দের পরি বর্তে ” টান” শব্দের ব্যবহার করতে অভস্ত্যত ছিল বেশি। এখনো টাঙ্গাইল অঞ্চলে ” টান শব্দের প্রচলন আছে। এই টানের সাথে আইল শব্দটি রুপান্তরিত হয়েছে টাঙ্গাইলে।টাংগাইল নাম করণ নিয়ে আরো ভিন্ন মত প্রকাশ করেছেন।কারো মতে বৃটিশ শাসন আমলে মোঘল প্রশাসন কেন্দ্র আটিয়াকে আশ্রয় করে যখন এই অঞ্চল বেশ জম-জমাট হয়ে ওঠে। সে সময়ে ঘোড়ার গাড়ি ছিল যাতায়াতের একমাত্র বাহন,যাকে বর্তমান টাংগাইলের স্থানীয় লোকেরা বলত ” টাঙ্গা ” বর্তমান শতকের মাঝামাঝি পর্যন্ত ও এ অঞ্চলে টাঙ্গা গাড়ির চলাচল স্থল পথে সর্বত্র। আল শব্দটির যোগ করলে দেখা যায় আল শব্দটির অর্থ হয় সীমা।যার স্থানীয় উচ্চারন হয় আইল তাকেই বলা হয় আইল।