শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৫ অপরাহ্ন

আজ সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের ৪র্থ মৃত্যুবার্ষিকী

  • Update Time : রবিবার, ২১ জানুয়ারি, ২০২৪
  • ১৭৫ Time View

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি ॥

আজ ২১ জানুয়ারি সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক-এর ৪র্থ মৃত্যুবার্ষিকী। ২০২০ সালের ২১ জানুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

উল্লেখ্য ইসমাত আরা সাদেকের স্বামী এ এস এইচ কে সাদেক- সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ছিলেন। সাবেক এই মন্ত্রী আওয়ামী লীগ মনোনীত ৯০ যশোর-৬ কেশবপুর আসনে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে ছিলেন। অবহেলিত কেশবপুর উন্নয়নে তাঁর ব্যাপক ভূমিকা রয়েছে। ২১ শে ফেব্রুয়ারীকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস রূপে স্বীকৃতি প্রদান এবং সুন্দরবনকে ইউনেস্কোর অধীনে তালিকা অন্তর্ভূক্ত করে সফল হয়েছিলেন। যার স্বীকৃতি স্বরূপ ২০১০ সালে তাঁকে মরণোত্তর একুশে পদক প্রদান করে সম্মানিত করা হয়।

তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক। তাঁর পুত্র তানভীর সাদেক কম্পিউটার ইঞ্জিনিয়ার এবং কন্যা নওরীন সাদেক একজন স্থপতি প্রকৌশলী। ২০০৭ সালের ৯ সেপ্টেম্বর এ এস এইচ কে সাদেক মৃত্যুবরণ করেন।

এ এস এইচ কে সাদেক এর মৃত্যুর পর ইসমাত আরা সাদেক ৯০ যশোর-৬ (কেশবপুর) আসন থেকে ১০ম জাতীয় সংসদের সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০১৪ সালের ১২ জানুয়ারি আওয়ামী লীগ সরকার গঠন করলে তাকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। ২০১৪ সালের ১৫ জানুয়ারি তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে এমপি নির্বাচিত হন। কেশবপুর উন্নয়নে তিনি ব্যাপক ভূমিকা পালন করেন।

এদিকে সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এর ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার পরিবারের পক্ষ থেকে ও দলীয়ভাবে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102