বাগেরহাট প্রতিনিধি:গোসলের ভিডিও ধারণ করে চাঁদা দাবি, গ্রেপ্তার যুবক
বাগেরহাটের ফকিরহাটে এক কিশোরীর গোসলের ভিডিও ধারণ করে দুই লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় পুলিশ এক যুবককে গ্রেপ্তার করেছে।
এ ঘটনায় ওই কিশোরীর বাবা বাদি হয়ে শুক্রবার সকালে একজনের নামসহ দু'জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় পর্নগ্রাফি আইনে একটি মামলা করেন।
গ্রেপ্তার আসামি অহিদ মোড়ল (২৮) উপজেলার হোগলডাঙ্গা গ্রামের নিজাম মোড়লের ছেলে। তিনি দিনমজুরের কাজ করেন।
পুলিশ জানায়, ১৩ জানুয়ারি রাত ১টার দিকে ওই কিশোরীর বাড়িতে কে বা কারা দরজার সামনে একটি প্যাকেট রেখে যান। কিশোরীর বাবা প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হলে ওই প্যাকেটটি দেখতে পান। প্যাকেট খুলে তিনি দেখেন একটি চিরকুট ও একটি মেমোরি কার্ড রয়েছে।
তিনি চিরকুটটি পড়েন। সেখানে লেখা ছিলো ‘মেমোরি কার্ডটি একজন মেয়েকে দেখবেন। এছাড়া ১৮ জানুয়ারি রাত ৮টার দিকে মান্দার এলাকার যে কোনো স্থানে একটি সাদা ব্যাগ থাকবে। ব্যাগের ভেতর একটা চিঠি থাকবে। ওই ব্যাগের মধ্যে দুই লাখ টাকা রেখে চিঠিটি নিয়ে চলে যাবেন। তা না হলে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেওয়া হবে।’
পরদিন ১৪ জানুয়ারি সকালে কিশোরীর বাবা মেমোরি কার্ডটি চালু করে দেখেন সেখানে তার মেয়ের গোসলের আপত্তিকর ছবি ও ভিডিও রয়েছে।
মৌলভীবাজারে অটোকে বাসের চাপা, নিহত দুইমৌলভীবাজারে অটোকে বাসের চাপা, নিহত দুই
তিনি চিঠির কথামতো ১৮ জানুয়ারি রাত ৮টার দিকে একটি ব্যাগে করে কাগজ দিয়ে টাকা বানিয়ে খামে ভরে ওই মান্দারতলা এলাকায় রেখে আসেন। এসময় তিনিসহ অন্যান্য লোকজন আশেপাশে পাহারা দিতে থাকেন। কিছু সময় পর একটি লোক ব্যাগটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় স্থানীয়রা লোকজন তাকে আটক করে। পরে আসামি অহিদ মোড়লকে থানা পুলিশের নিকট সোপর্দ করেন।
গ্রেপ্তার অহিদ মোড়ল গোসলের ভিডিও কখন কীভাবে ধারণ করেছে তা ওই কিশোরী ও তার পরিবারের লোকজন জানেন না। ভিডিওটি গোপনে ধারণ করা হয়েছে বলে তারা জানান।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় পর্নোগ্রাফি আইনে মামলা হয়েছে। শুক্রবার আসামিকে বাগেরহাট বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। মামলাটি তদন্তাধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss