
কুমিল্লা জেলা প্রতিনিধি:-
বাখরনগর শ্রী শ্রী কালিবাড়ি মন্দিরে শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ ২৪ প্রহর ব্যাপি সার্বজনীন ১৩তম
বার্ষিক মহোৎসব ১৪৩০ বাংলা ২০২৩খ্রী: বাখরনগর গ্রামের দ্বীনভক্তের উদ্যোগে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।২১/১২/২০২৩ ইং মহোৎসবের মহাপ্রসাদ মুরাদনগর উপজেলায় সকল হিন্দুভক্তগন উপস্থিত হয়ে প্রসাদ গ্রহন করেন,বার্ষিক মহোৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির বাবু অমর চন্দ্র ভৌমিক (সভাপতি),বাবু রাখাল চন্দ্র ভৌমিক (সহসভাপতি),বাবু কেশব দাস (সহসভাপতি),বাবু গোপাল ভট্টাচার্য (সাধারন সম্পাদক),বাবু,সুমন চক্রবর্ত্তী (সহসম্পাদক),কোষাদক্ষ বাবু দয়াময় পাল (কোষাধক্ষ্য),আরো উপস্থিত ছিলেন,বাবু সুশীল চন্দ্র দাস,বাবু দুলাল পাল,বাবু নারায়ন দাস,বাবু স্বপন পাল, বাবু স্বপন চক্রবর্তী,বাবু রনজিৎ কুমার পাল,বাবু দুলাল পাল,বাবু,অসিম ভট্টাচার্য,বাবু গোপাল চন্দ্র ভৌমিক, বাবু, বিমল দাস,বাবু নারায়ন চন্দ্র পাল,বাবু প্রিয়তোষ পাল,বাবু দয়াল পাল,বাবু,সমর পাল,বাবু প্রদীপ দে,উৎসব ঠাকুর বাবু রিপন চক্রবর্ত্তী,উপদেষ্ঠাকমিটিবৃন্দ ও বাখরনগর ভক্তবৃন্দ।