১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা প্রতিবছরের ন্যায় এবারও পালন করেছে বিশ্ব মানবাধিকার দিবস। কেন্দ্রীয় অফিস ৫৬-৫৭ শরীফ ম্যানশন, মতিঝিল, ঢাকা অফিসের সামনে থেকে সকাল ৭ টায় র্যালী শুরু করে প্রেসক্লাবের সামনে গিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত র্যালী ও মানববন্ধনে উপস্থিত ছিলেন…..
আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি এস এম নজরুল ইসলাম, নির্বাহী পরিচালক, সহকারী নির্বাহী পরিচালক,সংগঠনের বিভিন্ন দপ্তরে দায়িত্বে থাকা নেতৃবৃন্দ , কেন্দ্রীয় সদস্যবৃন্দ এবং সমগ্র বাংলাদেশের জেলা-উপজেলা কমিটির সদস্যবৃন্দ।