নিজেস্ব প্রতিনিধি:-
১০ ই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন আমাসুফ শ্রীমঙ্গল উপজেলা কমিটির উদ্যোগে র্যালি আলোচনা সভা ও ৫০ জন পথ শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।
১০ ই ডিসেম্বর সকাল ১০টা ৩০ মিনিটের সময় সংগঠনটির কার্যালয় এম সাইফুর রহমান সুপার মার্কেট এর নিচ থেকে র্যালি শুরু করে সংগঠনটি, পরে র্যালিটি শ্রীমঙ্গল শহরের প্রধান সড়ক হয়ে শ্রীমঙ্গল চৌমুনী চত্তরে গিয়ে সমাপ্তি করা হয়। উক্ত র্যালিটি আমাসুফ শ্রীমঙ্গল উপজেলা কমিটির সাধারণ সম্পাদক শ্রী উত্তম রায় এর নেতৃত্বে এবং সিনিয়র সহ সভাপতি মোঃ নাছির আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমজাদ হোসেন রনি সভাপতি নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল, মোঃ ফারুখ খানঁ সভাপতি সার্ক মানবাধিকার ফাউন্ডেশন শ্রীমঙ্গল, আব্দুল মতিন সাধারণ সম্পাদক নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল, ছালেক মিয়া সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা সন্তান সংসদ শ্রীমঙ্গল, এসময় আরো উপস্থিতি ছিলেন শ্রীমঙ্গলের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, এ ছাড়াও আমাসুফ শ্রীমঙ্গল কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
১০ই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস। ১৯৪৮ সালের এই দিনে জাতিসংঘে ‘মানবাধিকারের’ সর্বজনীন ঘোষণাপত্র গৃহীত হয়। এ বছর বিশ্বব্যাপী মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্রের ‘৭৫ বছর পূর্তি’ পালিত হচ্ছে। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও এই দিবস পালিত হয়েছে। মানবাধিকার দিবসে এবারের প্রতিপাদ্য ‘ডিগনিটি, ফ্রিডম অ্যান্ড জাস্টিস ফর অল’ (‘মানব-মর্যাদা, স্বাধীনতা আর ন্যায়পরায়ণতা, দাঁড়াব সকলেই অধিকারের সুরক্ষায়’)।