নিজস্ব প্রতিনিধি:-
রোজ বুধবার দুপুর বারোটায় আদমজী আঞ্চলিক শ্রমিক লীগ এর উদ্যোগে
ও সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক শ্রমিকলীগ এর সেক্রেটারি আলহাজ্ব কবির হোসেনের সঞ্চালনায় সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক শ্রমিকলীগ এর বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
উক্ত বর্ধিত সভায় আব্দুস সামাদ ব্যাপারী বলেন আমাদের লোক আমাদের সংগঠন যদি কেউ করে তাইলে তারা আমাদের সাথে আন্দোলন সংগ্রামে যেতে হবে।আমাদের যদি টেকা পয়শা কম থাকে আমরা কুড়ের ঘর দিয়া ঘর উঠাবো।আশা করি আমরা নির্বাচনের আগেই আমাদের সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক শ্রমিকলীগ এর আমাদের সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক শ্রমিকলীগ এর সেক্রেটারির সাথে আলাপ আলোচনা করে যেখানে দরকার যেখানে আমাদের সু্বিধা হয় সেখানেই আমরা করবো।
আলহাজ্ব কবির হোসেন তার বক্তব্যে বলেন আমাদের দলকে আমাদের পরিচিত করাতে হবে।শ্রমিকলীগের সর্বোচ্চ লোক এই মিটিং মিছিল করতেছে।আব্দুস সামাদ ব্যাপারীকে দেখিয়ে কবির হোসেন বলেন এটা আমার সভাপতি আলহাজ্ব সামাদ ব্যাপারী সাহেবের আমি সেক্রেটারী হিসেবে উনার কাছে অনুরোধ থাকবে যেহেতু আপনি পুরাণ যোদ্ধা,এই সংগঠনকে আপনে সুসংগঠিত করছেন বিগতে দিনে কি হয়েছে না হয়েছে সেটা বিষয় না।আপনে এমপি আমাদের নেতৃবৃন্দ পর্যন্ত আমাদেরকে এই সংগঠনকে নিয়ে গেছেন।রাজপথে এবং যেখানে যুদ্ধ করা লাগে সেখানে আমার কর্মীকে যে ভাবে আমার সুসংগঠিত করা লাগে করবো,সেই দায়িত্ব যদি আমাকে আমার কর্মীরা আমার নেতারা আমাকে দিয়েছে আমি তাদের পক্ষে থাকবো। উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন দেলোয়ারের হোসেন দুলাল যুগ্ন সাধারণ সম্পাদক,সহ সাধারণ সম্পাদক মোঃ ফারুক, সাংগঠনিক সম্পাদক মোঃ ফজলু,সহ সাংগঠনিক,রবিউল হোসেন প্রচার ও প্রকাশনা সম্পাদক,
দপ্তর সম্পাদক ও শ্রমিক নেতা
মোঃ কামাল হোসেন,আনোয়ার হোসেন,আলমগীর হোসেন,কামাল হোসেন,আলাউদ্দিন সহ এলাকার ও দূর দূরান্ত থেকে আগত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।