আনোয়ারা প্রতিনিধি:-
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আলোর পথিক একাডেমি মেধাবৃত্তি পরীক্ষা-২২ এর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও একাডেমি মেধা অন্বেষণ 'প্রতিযোগিতা আসর' পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান ২০২৩ সম্পন্ন হয়েছে।
"শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশের প্রত্যয়ে" শ্লোগান নিয়ে আলোর পথিক একাডেমি মেধা বৃত্তি পরীক্ষা ২২ ও প্রতিভাধর শিক্ষার্থী খুঁজে বের করার জন্য মেধা অন্বেষণ প্রতিযোগিতা আসর অনুষ্ঠিত হয়।
গতকাল ৪ নভেম্বর শানিবার২৩ ইং দুপুর ২ ঘটিকায় দক্ষিণ বন্দর উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অংশগ্রহণ প্রতিযোগি বিজয়ী শিক্ষার্থীদের সংবর্ধনা, সনদ, ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক এম.ডি আজম খাঁনের সভাপতিত্বে ও সাংগঠনিক সচিব মোঃ আরফাত হোছাইন ও এইচ এম পারভেজ রেজার যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী চৌধুরী।
উদ্ভোধক ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মুহাম্মদ জসিম উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী বলেন,শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনা দেওয়ার জন্য এই আয়োজন প্রসংসার দাবিদার, তিনি উপস্থিত ক্ষেত্রে ধাঁধা ও কুইজ প্রশ্ন করে ৩ টি প্রশ্ন ছড়িয়ে দেয় উপস্থিত ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য, সেখান থেকে একজন বিজয়ী কে নগদ পুরুষ্কার প্রধান করেন তিনি।
বিশেষ অতিথি ছিলেন ১১ নং জুঁইদন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মাষ্টার মুহাম্মদ ইদ্রিস,বিশেষ অতিথি নূরুন্নবী আলী, ফ্রিল্যান্স সাংবাদিক,লেখক ও টিভি উপস্থাপক ( ইংল্যান্ড ) বিশেষ অতিথি মুহাম্মদ মুখতারুজ্জামান।
আরও উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিনিধিগণের মধ্যে সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইশমামুল আলম চৌধুরী নাবিল,সাকিব,দিদারুল আলম, মুহাম্মদ আনিসুর রহমান,মুহাম্মদ রিয়াদ,মুহাম্মদ রাসেল আরো অনেক।
এতে আনোয়ারা উপজেলার ৬০টি প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণ করা প্রতিযোগি বিজয়ী ৯০ জন শিক্ষার্থীর হাতে সম্মনা ত্রুেষ্ট,সনদ,শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss