কুমিল্লা প্রতিনিধি:-
কুমিল্লা কোতয়ালী মডেল থানায় পুলিশের বিষয়ে অভিযানে এসআই শেখ মফিজুর রহমান, এসআই গোলাম কিবরিয়া, এএসআই মোঃ আরমান হোসেন, এএসআই পলাশ বড়ুয়া ও সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা সদর উপজেলার ০৪নং আমড়াতলী ইউনিয়নের উত্তর জামবাড়ী খন্দকার বাড়ী পাঞ্জেগানা মসজিদের উত্তর পার্শ্বে কালভার্ট এর নিচে থেকে মোঃ জসিম উদ্দিন(২৯), পিতা মৃত-আব্দুল মান্নান, মাতা-মনোয়ারা বেগম, সাং-উত্তর জামবাড়ী, ০৪নং ইউপি, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীর সঙ্গী ও পলাতক আসামী ২। কামরুল হোসেন (৩২), পিতা মৃত-ময়নাল হোসেন, সাং-জামবাড়ী উত্তর পাড়া, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা ও অজ্ঞাতনামা ০২জন আসামীদ্বয়ের ফেলে যাওয়া ১৬২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এবিষয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।আদালতে মাধ্যমে কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়।